নিজস্ব প্রতিবেদক : অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. আবুল হোসেন (২) এবং সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সাতক্ষীরা ল কলেজের সিনিয়র প্রভাষক এড. রেজওয়ান উল্লাহ সবুজ নির্বাচিত হয়েছে। রাতে জেলা আইনজীবী সমিতির ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১১ টি পদের মধ্যে কোষাধ্যক্ষ ও মাহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২ জন বিজয়ী হয়েছে। বাকী ৯টি পদে ২১জন আইনজীবী নির্বাচনে অংশ গ্রহণ করেন। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সূত্র জানায়, সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. আবুল হোসেন (২) ২৩৩ ভোট পেয়ে নির্বাচন হন। অপর প্রার্থী জেলা বিএনপি’র সহ-সভাপতি এড. আব্দুল মজিদ ৮৫ ও কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শেখ আব্দুস সাত্তার ১১৩ ভোট পান। সভাপতি পদে আওয়ামী লীগের কোন প্রার্থী না থাকায় লড়াই হচ্ছে মূলত বিএনপি’র প্রার্থীদের মধ্যেই হয়েছে। অন্যদিকে, সহ-সভাপতি পদে ২৮৭ ভোট পেয়ে গোলাম মোস্তফা (২) নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী জাতীয় পার্টির শেখ মিজানুর রহমান ১২৩ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সাতক্ষীরা ল কলেজের সিনিয়র প্রভাষক এড. রেজওয়ান উল্লাহ সবুজ ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। উক্ত পদে দুদকের পিপি এড. মোস্তাফা আসাদুজ্জামান দিলু ১১৪ ভোট, জেলা বিএনপি’র সহ-সভাপতি এড. তোজাম্মেল হোসেন তোজাম ১৪২ ভোট এবং আশাশুনি থানা বিএনপি’র সহ আইন বিষয়ক সম্পাদক এড. মোস্তফা জামান পান মাত্র ১৬ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ জিয়াউর রহমান ২২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. শেখ মুস্তাফিজুর রহমান (শাহ নওয়াজ) ১৮৪ ভোট পেয়ে পরাজিত হন। কোষাধ্যক্ষ পদে এড. মোঃ জহুরুল হক বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন। সহ সম্পাদক লাইব্রেরী পদে ২৪৯ ভোট পেয়ে এড. আব্দুর রাজ্জাক (৩) নির্বাচিত হন। উক্ত পদে আ. ক. সামসুদ্দোহা খোকন পান ১৬৮। সহ সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতিক) পদে ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন স. ম মমতাজুর রহমান মামুন এবং এড. মো. আকবর আলী পান ১৯৮ ভোট। সহ-সম্পাদিকা মহিলা বিষয়ক পদে এড. ফেরদৌসী সুলতানা লতা বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হন। নির্বাহী সদস্যের ৩ পদে এড. রফিকুল ইসলাম রফিক ৩০১ ভোট, সৈনিক লীগের এড. এ কে এম তৌহিদুর রহমান শাহীন ১৮৮ ভোট এবং এড. হাবিব ফেরদৌস শিমুল ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে সদস্য পদে এড. শিহাব মাসুদ সাচ্চু ১৫৪ ভোট, এড. সাইদুজ্জামান জিকো ১৩৪ ভোট এবং এড. সাহেদুজ্জামান সাহেদ ১৬৭ ভোট পেয়ে পরাজিত হন।