মহান স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস-অমর হোক অমর হোক।। তোমার দেশ আমার দেশ-বাংলাদেশ বাংলাদেশ।। তুমি কে আমি কে- বাঙালি বাঙালি।। তোমার আমার ঠিকানা-পদ্মা মেঘনা যমুনা।। মুক্তিযুদ্ধের চেতনা- হারিয়ে যেতে দেবো না।। একাত্তরের চেতনা-হারিয়ে যেতে দেবো না।। সন্ত্রাসীর আস্তানা-এই বাংলায় থাকবে না।। জঙ্গিবাদের আস্তানা-এই বাংলায় থাকবে না। মাদকসেবিদের আস্তানা-এই বাংলায় থাকবে না।। মনে আমার ঝলসে ওঠে একাত্তরের কথা-পাখির ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা।। জয় বাংলা-জয় বাংলা।-এমনই ভাবে স্লোগানে স্লোগানে মুখরিত করে গ্রাম গ্রামান্তর ঘুরে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সোনার বাংলা গড়ার অদম্য প্রত্যয়ে বর্ণাঢ্য র়্যালি বের করে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি. বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এরপর প্রত্যয়োদ্দীপ্ত নানা স্লোগানে মুখরিত করে বের হয় বর্ণাঢ্য র়্যালি। র়্যালিটি এলাকার কয়েকটি গ্রাম ঘুরে ফিরে আসে স্কুল ক্যাম্পাসে। এরপর শুরু হয় আলোচনা সভা। স্কুলের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান, অভিভাবক সদস্য আব্দুল হামিদ বাবু, নজর উদ্দিন সরদার, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারি শিক্ষক দুবব্রত ঘোষ, নজিবুল ইসলাম, হাফিজুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলাম। আলোচনা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। এসময় সকল শিক্ষক কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।