কলারোয়া

কলারোয়ায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

By Daily Satkhira

March 26, 2018

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাংগঠনিক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ আলী গাজী, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কলারোয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আবু নসর, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া ইয়াসমিন রত্ন।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এস এম জাকির হোসেন, আরিফুল হক চৌধুরী, তাজউদ্দীন আহমদ রিপন, মোজাহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মহসিন আলী, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুজ্জামান, নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, এলজিইডি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬৪ জন বীর মুক্তিযোদ্ধা এবং ৪২ টি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।