In this Russian Emergency Situations Ministry photo, on Sunday, March 25, 2018, smoke rises above a multi-story shopping center in the Siberian city of Kemerovo, about 3,000 kilometers (1,900 miles) east of Moscow, Russia. At least three children and a woman have died in a fire that broke out in a multi-story shopping center in the Siberian city of Kemerovo. (Russian Ministry for Emergency Situations photo via AP)

আন্তর্জাতিক

রাশিয়ার শপিংমল অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬৪

By Daily Satkhira

March 26, 2018

অনলাইন ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়ার কয়লা উত্তোলনকারী নগরী কেমেরোভোর একটি শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় নারী, শিশুসহ অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত আরো ১০ ব্যক্তি নিখোঁজ থাকার কথা জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী  ভ্লাদিমির পুচকভ।

ধারণা করা হচ্ছে, হতাহত ও নিখোঁজদের মধ্যে ৪১ জন শিশুও রয়েছে।মস্কো থেকে প্রায় ৩ হাজার ৬শ’ কিলোমিটার দুরের শহর কেমেরোভোর উইন্টার চেরি কমপ্লেক্স নামের শপিং সেন্টারটিতে আগুন লাগে রবিবার সন্ধ্যায়। ধারণা করা হচ্ছে, একেবারে উপরের তলায় আগুনের সূত্রপাত হয়েছে। ওই শপিং সেন্টারের উপরের তলায় মূলত সিনেমা হলসহ বিনোদন কেন্দ্র রয়েছে।বিবিসি জানাচ্ছে, অগ্নিকাণ্ডের শিকার ভবনটির কিছু অংশ ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। নিখোঁজদের খোঁজে ভবনটিতে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা। কেমেরোভোর আঞ্চলিক জরুরি ব্যবস্থাপনা বিভাগের উপ-প্রধান জানিয়েছেন, শপিং মলটি ১৫শ বর্গফুট জায়গাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল। ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় দমকল বাহিনী। বিবিসি ও তাস।