কুলিয়া প্রতিনিধি: কুলিয়ায় বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ৬.৩০ মিনিটে শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন, সাড়ে ৭টায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে। এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম, মোজাফ্ফার হোসেন (খোকন), মেছের আলী, মোসলেম মোল্লা, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশারাফ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবজাল হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক মহররম হোসেন। এছাড়া আরোও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগ সহ আওয়ামীলীগের বিভিন্ন সংগঠন।
আরোও অংশগ্রহন করেন কুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাসখামার সরকারী প্রাথমিক বিদ্যালয়, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়, কুলিয়া মায়ের কোল শিশু নিকেতন। সকাল ৮.১৫ মিনিটে কেন্দ্রীয় কর্মসূচির সাথে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়া সকাল ও বিকালে বিভিন্ন খেলাধুলা এবং সন্ধ্যায় বহেরা শহীদ মিনারে শহীদ শাহাজী পরিচালিত মুক্তিযোদ্ধা ভিত্তিক নাটক “ইঙ্গিত” অনুষ্ঠিত হয়।