রাজনীতি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

By daily satkhira

March 27, 2018

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক এর উপর হামলার প্রতিবাদে অবিলম্বে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা ছাত্রলীগের আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি র্জোউল ইসলাম রেজার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আসিফ সাহাবাজ খান, সদর উপজেলা ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন, পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আওয়ামীলীগের আলোচনা সভায় বক্তারা বলেন, সন্ত্রাসী চাঁদাবাজ, অস্ত্র ব্যবসায়ী, জমি দখলকারী আব্দুল মান্নান নেতৃত্বাধীন চিহ্নিত সন্ত্রাসী কথিত যুবলীগ মান্নান বাহনীর নেতৃত্বে যে নগ্ন হামলা হয়েছে তা খুবই ন্যাক্কারজনক ঘটনা। সমাবেশে নিরস্ত্র ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপর হামলা করেছে। এই সন্ত্রাসী হামলাকারীদের সকলকে গ্রেফতার পূর্বক শাস্তি এবং দল থেকে বহিস্কার করার দাবী জানিয়েছেন নেতাকর্মীরা। অবিলম্বে মান্নান নেতৃত্বাধীন চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার, দল থেকে বহিস্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগ নেতা কাজী আক্তার হোসেন।