খুলনা

পাইকগাছায় বিএনপির সংবাদ সম্মেলন

By daily satkhira

November 11, 2016

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে আহবায়ক ডাঃ আব্দুল মজিদ পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন। শুক্রবার বিকাল ১১টায় পাইকগাছা প্রেসক্লাব ভবনে খুলনার দৈনিক সময়ের খবরে ৮ নভেম্বর প্রকাশিত “ইউপি নির্বাচনোত্তর উপজেলার রাজনীতি, বিএনপির অস্তিত্ব সংবাদপত্রে” শিরোনামে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাইকগাছায় বিএনপির কর্মকান্ড নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা যে সংবাদ প্রকাশ করা হয়েছে রীতিমত তা বিএনপির রাজনৈতিক কর্মকান্ডকে ক্ষতিগ্রস্থ করেছে। প্রকৃত পক্ষে, ৮ ফেব্র“য়ারি’১৬ সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণার পর থেকে উপজেলা ও পৌর বিএনপির রাজনৈতিক কর্মকান্ড গতিশীল রয়েছে। একটি বিশেষ গোষ্ঠি দলকে ক্ষতিগ্রস্থ করার জন্য এ ধরণের অপপ্রচারে লিপ্ত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, পৌর আহবায়ক এ্যাডঃ জি,এম, আব্দুস সাত্তার, থানা যুগ্ম আহবায়ক মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, এস,এম, এনামুল হক, আসলাম পারভেজ, তুষার কান্তি মন্ডল, সেলিম নেওয়াজ, এস,এম, ইমদাদুল, আব্দুল মজিদ গোলদার, লক্ষ্মী রাণী মন্ডল, নাজির আহমেদ, হাবিবুর রহমান, আবুল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।