ফিচার

কারাগারে যুবলীগের মান্নান; ৭দিনের রিমান্ড আবেদনের শুনানি আজ

By Daily Satkhira

March 28, 2018

নিজস্ব প্রতিবেদক: গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা চলাকালে যুবলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় আটক সাতক্ষীরা যুবলীগের আহ্বায়ক মান্নানের ৭দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আজ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। মান্নান বর্তমানে কারা হেফাজতে রয়েছেন। উল্লেখ্য, সোমবার রাতে আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন জোসি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। এ মামলায় আবদুল মান্নানকে ১নং আসামি করে ১৬ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনের নামে মামলা করা হয়। আসামিদের মধ্যে আরও রয়েছে যুবলীগের মনোয়ার হোসেন অণু, তুহিনুর রহমান তুহিন, ইয়ারুল ইসলাম, এহসান, ইলিয়াস, কলারোয়ার শাহজাদা, শরিফ, মিলন, তুষার প্রমুখ। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, সোমবার গভীর রাতে তাকে খুলনার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকালে পুলিশ আবদুল মান্নানকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের আদালতে তুলে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গত ২৬ মার্চের সংঘর্ষ প্রসঙ্গে সোমবার রাতে গ্রেফতারের আগে আবদুল মান্নান বলে, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ও তার সহোদরদের সঙ্গে আমার রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। এরই জেরে তারা এখন এসব প্রচার চালাচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষ এসব অপপ্রচার চালিয়ে আসছে।