ফিচার

সাতক্ষীরায় শান্তি ও সম্প্রীতিতে নারী প্রকল্পের শিখন কর্মশালা

By Daily Satkhira

March 28, 2018

জি. এম আবুল হোসাইন: ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাধ্যমে ইউএন উইমেন’র সহায়তায় শান্তি ও সম্প্রীতিতে নারী প্রকল্পের শিখন আলোচনা এবং প্রকল্প পরবর্তী সময়ে কাজ করার কৌশল নির্ধারনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ইন্ডিয়ান মাশয়ালা এন্ড রেস্টুরেন্টে কর্মশালা অনুষ্ঠিত হয়। সিইপি যশোর রিজিওনাল ম্যানেজার মো. আকছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছুর রহমান। জয়নব খাতুনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক হুমায়ুন কবির, এফও মোর্শেদা আক্তার, ফয়জুল্লাহ হক, এ্যাকশন কমিটির সভাপতি রমেশচন্দ্র ঘোষ প্রমুখ। সভায় সদর উপজেলা ও দেবহাটা উপজেলা মোট ১শ জন উপকারভোগী নারী কর্মশালায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বর্তমান সময় নারী আর ঘরে বসে থাকার পাত্র নয়। তারা এখন বাইরে বিভিন্ন অফিস- আদালতে কাজ করতে শুরু করেছে। নারীদের স্বাবলম্বী করতে ব্র্যাক অগ্রগণ্য ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে ব্র্যাকের কাছ থেকে ঋণ নিয়ে অসহায় নারীরা ঘরে বসে বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। বক্তারা আরোও বলেন, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, মহান জাতীয় সংসদের স্পীকার সহ বিভিন্ন দপ্তরে নারী। আর বর্তমান সরকার নারীদের নিয়ে কাজ করে যাচ্ছে। নারীদের নেতৃত্বদানে সহায়তা করা, জঙ্গিবাদ সম্পর্কে সচেতন করা, নারীকে আর্থিক ভাবে স্বাবলম্বী করা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।