শিক্ষা

তুজলপুর হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে ডা. মোফাখ্খারুল-আলী হোসেন প্যানেল জয়ী

By Daily Satkhira

March 28, 2018

মাষ্টার মফিজুর রহমান : সদর উপজেলার ঐতিহ্যবাহী তুজলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই প্যানেলে অভিভাবক সদস্য পদে মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। মোট ৪২০ জন ভোটারের মধ্যে ৩৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মো. আলী হোসেন-ডা. মোফাখ্খারুল ইসলাম পরিষদ বিপুল ভোটে জয়লাভ করে। রাজহাস প্রতিকে মো. আবুল খায়ের বিশ্বাস ১৭২ ভোট, দোয়াত কলম প্রতিকে মো. শরিফুজ্জামান (ময়না) ১৫৬ ভোট, চেয়ার প্রতিকে মো. ফকরুল ইসলাম ১৬৫ ভোট, মোরগ প্রতিকে মো. জাহারুল ইসলাম ১৭২ভোট ও মহিলা সদস্যা পদে মাছ প্রতিকে মোছা. ফাতিমা খাতুন ১৮২ ভোট পপেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া দাতা সদস্য একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রভাষক রাশেদ রেজা (তরুন)।

অপরদিকে বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেন – শাহাজান সিরাজ পরিষদে ফুটবল প্রতিকে ডা. শেখ আবুল হোসেন পেয়েছেন ১৪২ ভোট, ছাতা প্রতিকে মো. শাহাজান সিরাজ পেয়েছেন ১৪৪ভোট, বই প্রতিকে মো. মশিউর রহমান পেয়েছেন ১৪৫ভোট, আনারস প্রতিকে মো. জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১৩১ভোট, ও মহিলা সদস্যা পদে গোলাপ ফুল প্রতিকে মোছা. আফরোজা খাতুন পেয়েছেন ১৪০ভোট।

মো. আলী হোসেন-ডা. মোফাখ্খারুল ইসলাম পরিষদ বিপুল ভোটে জয়লাভ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অাসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীগের সভাপতি এস.এম শওকত হোসেন, ইউনিয়ন আওয়ামীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান সানা, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুকুল প্রমুখ।