কালিগঞ্জ

দুর্নীতি প্রতিরোধ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে- রুহুল হক এমপি

By Daily Satkhira

March 28, 2018

নলতা প্রতিনিধি: কালিগঞ্জের নলতা মানিকতলায় আহছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুলের ‘দুর্নীতি প্রতিরোধের প্রত্যয়ে- স্বাধীনতা দিবস উদ্যাপন’ অনুষ্ঠানে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি বলেন, দুর্নীতি প্রতিরোধ করেই বাংলাদেশকে অভীষ্টে এগিয়ে নিতে হবে। বিভিন্ন দপ্তরের কিছু সংখ্যক মানুষের দুর্নীতির কারনে সকলের সুনাম ক্ষুন্ন হয়। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। সরকারের উন্নয়ন দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতুতে যে দুর্নীতির কথা বলা হয়েছিল, সেটি মিথ্যা প্রমানিত হয়েছে। সেই স্বপ্নের পদ্মাসেতু এখন দৃশ্যমান। দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন দুর্নীতি প্রতিরোধে ভালভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এই নলতার পবিত্র মাটিতে এরকম একটি মার্জিত সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে দেখে আমি আনন্দিত। স্বাধীনতা দিবস উদযাপনে জেলা এবং দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে যেসব গুণী ব্যক্তিরা এই স্কুল প্রাঙ্গনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেজন্য স্কুল কর্তৃপক্ষকে আমি অভিনন্দন জানাই। ভবিষ্যতে এই স্কুল আরো দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে সেজন্য আমি আন্তরিক সহযোগিতা ও দোয়া করব। এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার বলেন, আহছানিয়া দরবেশ আলী স্কুলটি যেন আমার হৃদয়ে গেঁথে গেছে। এখানকার মাটির সাথে আমার শৈশব-কৈশরের স্মৃতি জড়ানো। স্বাধীনতা দিবস উদযাপনে আজ যে প্রত্যয় রাখা হয়েছে সেটি আমাকে আনন্দিত করেছে। দুর্নীতি প্রতিরোধের প্রত্যয় আমি আমার জীবন থেকে আজ শুরু করলাম। আমরা প্রত্যেকেই নিজের জীবনের ছোটবড় দুর্নীতি নিজেই প্রতিরোধ করে বাংলাদেশকে আরো এগিয়ে নেব। আজ বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে। এটি ধরে রাখার দায়িত্ব আমাদের। আহছানিয়া দরবেশ আলী মোমোরিয়াল ক্যাডেট স্কুল ও অগ্নিবীণা জেলা সংসদের আয়োজনে স্কুলের পরিচালক সোহরাব হোসেনের সার্বিক দিক নির্দেশনায় নলতায় স্কুল প্রাঙ্গনে গতকাল বিকাল থেকে রাত অবধি এই জমকালো অনুষ্ঠান হয়। অধ্যক্ষ খান আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসাবে আলোচনা করেন, বিশিষ্ট নজরুল ভাবুক ও অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের সভাপতি এইচ.এম সিরাজ, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন, কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মহসিন। স্মরণিয় এই আয়োজনে উপাধ্যক্ষ শাহিনুর রহমান, শিক্ষক তুহিনা আফরিন, নাদিরা সুলতানা, শাহানারা পারভীন, আনারুল ইসলামের নেতৃত্বে অতিথি বরণের পর অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে বিশেষ সম্মাননা তুলে দিয়ে সস্মাননায় ভূষিত করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। পাশাপাশি ৯ জন গুণীব্যক্তিকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। ঢাকা থেকে আগত অনুষ্ঠানের মূখ্য আলোচক নজরুল ভাবুক ব্যক্তিত্ব এইচ.এম সিরাজ, সাতক্ষীরা তুফান ডেন্টাল ক্লিনিকের পরিচালক ও সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা, স্কুলের উপদেষ্টা ও খুলনা মেডিকেল কলেজের কার্ডিওলজী বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডাঃ এস.এম আব্দুল ওহাব, সাহিত্যিক গাজী আজিজুর রহমান, জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক প্রাণকৃষ্ণ সরকার, সাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান, চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদুসূদন মুখোপাধ্যায়, সাতক্ষীরার প্রখ্যাত সংগীত শিল্পী চৈতালী মুখার্জীকে এই বিশেষ সম্মাননা তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি ও বিশেষ অতিথি এস.এম জগলুল হায়দার এমপি। স্কুলের পরিচালক সোহরাব হোসেন সবুজ ও শিক্ষক আবু ফরহাদের উপস্থাপনায় সংবর্ধিত অতিথিরাও গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন খেলার পুরস্কার বিতরণ হয়। এবং সংবর্ধিত অতিথি কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জী, এ্যালবাম শিল্পী প্রমা, সজল, পুর্নিমা বিশ্বাস, সুদর্শন বিশ্বাস, বেতার শিল্পী আব্দুর রাজ্জাক ও শান্তি চক্রবর্তি, শিশু শিল্পী এলমা, লিসা, ডায়না, পার্থসহ শিল্পীরা নাচে-গানে ভরিয়ে তোলে স্কুল প্রাঙ্গনের দর্শকদের।