সাতক্ষীরা

ভাড়ুখালিতে ১৩জন মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান

By daily satkhira

March 28, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ১৩জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে এ উপলক্ষে ছনকা বাজারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এদেশ স্বাধীনতা বিরোধী, জঙ্গী এবং যুদ্ধাপরাধীদের দেশ নয়। আমরা সেভাবেই দেশটাকে গড়ে তুলতে চায়। নজরুল ইসলাম আরো বলেন, যারা স্বাধীনতাকে ব্যর্থ করতে চায় তারা যেন কোন দিন ক্ষমতায় না আসতে পারে। আগামীতে এ দেশে হবে শুধু মুক্তিযোদ্ধাদের। রাজাকার আলবদর আর খুনিরা যেন আর কখনো ক্ষমতায় না আসতে পারে। সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম শওকত হোনেন, সাধারণ সম্পাদক মো. শাহজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুমসহ আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের, আব্দুর রশিদ, আফাজউদ্দিন, রহিল উদ্দিন, আবু বক্কার সিদ্দিক, নূরুল হক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষকলীগ নেতা ও সাংবাদিক শাহজাহান কবির। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান,শামসুর রহমান ঢালী, আব্দুর রহমান, মফিজুল ইসলাম, মুছা আমিন, ফজলুর রহমান, মুজিবুর রহমান, মতিয়ার রহমান, মো. আব্দুল্লাহ, মৃত আবুল কাশেম, মৃত আব্দুর রশিদ, মৃত আবুল কাসেম ও আসাদুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।