কলারোয়া

‘এ প্রজন্মের মাঝে দুর্নীতিবিরোধী চেতনা ছড়িয়ে দিতে হবে’-কলারোয়ায় দুদক’র বিভাগীয় পরিচালক

By Daily Satkhira

March 29, 2018

নিজস্ব প্রতিনিধি: খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. মো. আবুল হাছান বলেছেন- ‘নতুন প্রজন্মকে দুর্নীতি বিরোধী চেতনা গঠনে উদ্দীপ্ত করতে হবে। সমাজের সকল স্তরে দুর্নীতিকে না বলার অনুশীলন করতে হবে। দুর্নীতি বন্ধ করা না গেলে উন্নয়নের চলমান চাকা থেমে যাবে। জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়বো।’ দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ (২৬ মার্চ-১ এপ্রিল) উদযাপনের তৃতীয় দিন বুধবার বেলা ১১ টায় কলারোয়া উপজেলার ছলিমপুর হাজী নাছির উদ্দিন কলেজ মিলানায়তনে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন। কলারোয়া উপজেলা ও ১১নং দেয়াড়া ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও খুলনা বিভাগীয় দুদকের সহকারী উপ-পরিচালক ফয়সাল কাদের। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, খোরদো পলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মাস্টার ইবাদুল হক, হাজী নাছির উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহ.সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, উৎপল কুমার সাহা, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, প্রধান শিক্ষক আব্দুল আলিম, শফিকুল ইসলাম, ওমর ফারুক, সহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ফারুকুজ্জামান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক আতাউর রহমান, আইউব হোসেন, এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, মিয়া ফারুক হোসেন স্বপন, মনিরুল আলম টিটো প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।