সাতক্ষীরা

বেআইনিভাবে বিবাহ দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে – অতিরিক্ত সচিব

By daily satkhira

November 11, 2016

নিজস্ব প্রতিবেদক : জেলায় আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরণ বিষয়ে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ.এন.এম মঈনুল ইসলামের সভাপতিত্বে অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয় গভনেন্স ইনোভেশন ইউনিট মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল হালিম। এসময় তিনি বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক অভিশাপ। বয়স প্রমানের একমাত্র দলিল হচ্ছে জন্ম সনদ। যারা বেআইনিভাবে বিবাহ দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু আইন করলেই হবেনা এর সঠিক প্রয়োগ ও করতে হবে। এ জন্য বেআইনি বিবাহ বন্ধে আইন করার সাথে সাথে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মো. মনজুর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনিরা পারভীন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ আহমেদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, এনটিভি’র জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, সহকারি কমিশনার মোশারেফ হোসেন, এনডিসি মো. আবু সাঈদ, এড. আজহারুল ইসলাম, নাজমুন নাহার প্রমুখ। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, নোটারী পাবলিক উকিল, কাজী ও পুরোহীতবৃন্দ।