কালিগঞ্জ

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কালিগঞ্জে সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত

By Daily Satkhira

March 29, 2018

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ পালন উপলক্ষ্যে দিনভর ক্রীড়া, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার মৌতলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে ক্রীড়া প্রতিযোগীতা, সন্ধ্যায় আলোচনা সভা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনারুল ইসলামের সঞ্চলনায় এবং শিমু রেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জর্জ কোটের এ,পি,পি এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের পরিচালক ফিরোজ আহমেদ, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রশান্ত কুমার শাহা প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য বি চৌধুরী, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আসাদুজ্জামান আকুল, ইউপি সদস্য মশিউর রহমান পলাশ, ফেরদাউস মোড়ল, হাফিজ উদ্দীন বাবু, খলিলুর রহমান, মৌতলা প্রভাতী সংঘের সভাপতি মহিবুর রহমান, মৌতলা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান সুমন, উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপটেন, সাবেক ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক অনিক মেহেদী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধী ও সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে মৌতলা ইউনিয়ন পরিষদ এবং মৌতলা বাজার কমিটির মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগীতা হয়। ফুটবল প্রতিযোগীতায় নির্ধারিত সময় কোন পক্ষ গোল করতে না পারায় টাইব্রেকারে পরিবর্তে রশি টানাটানির মধ্য দিয়ে মৌতলা ইউনিয়ন পরিষদ জয় লাভ করে। সন্ধ্যায় আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ মেহেদী। উক্ত অনুষ্ঠানে মৌতলা ইউনিয়নের সকল স্কুল, কলেজ এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণ শেষে উপস্থিত সকলেই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।