নিজস্ব প্রতিবেদক : খুলনা বিভাগীয় ইমাম প্রশিক্ষণ একাডেমী থেকে প্রশিক্ষণ নিয়ে স্বালম্বী হয়েছেন ইমাম হাসান আলী । ইমামতী, খামার পরিচালনা করে এক দিকে তিনি আর্থিক ভাবে স্বালম্বী অন্যদিকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, ইভটিজিং বন্ধসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রেখে চলেছেন। ইমাম আলী আহছানের পিতা বীরমুক্তিযোদ্ধা জি এম নুর মোহাম্মাদ। তিনি সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা থেকে হাদীস বিষয়ে কামিল(এম.এ) পাশ করে ইমামতী পেশায় যোগদান করেন। এরপর তিনি খুলনা বিভাগীয় ইমাম প্রশিক্ষণ একাডেমী থেকে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে ঘুরে দাড়াতে সক্ষম হয়েছেন। ইমাম হাসান আলী জানান, পড়াশোনা শেষ করে চাকুরির চেষ্টা না করে ইমামতী পেশায় যোগদান করি। এরপর প্রশিক্ষণ নিয়ে ইমামতির পাশাপাশি বাড়ির উঠানে, মসজিদের মাঠেসহ ছোট ছোট স্থানে চাষাবাদ করে ভালো সাফল্য পেয়েছি। এছাড়া বাড়িতে হাঁস মুরগি পালন করেও অনেক সাফল্য পেয়েছি। বর্তমানে আমি স্বাবলম্বী। এদিকে উক্ত প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দিয়ে নিজের এলাকাসহ আশ পাশের এলাকায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ যৌতুক, ইভটিজিং বন্ধে বিভিন্ন সভা, সেমিনার, মসজিদের খোতবায় আলোচনা করে অনেক সচেতন করতে পেরেছি। তিনি অন্যন্য ইমামদের শুধু মাত্র ইমামতির উপর নির্ভর না করে প্রশিক্ষণ গ্রহণ করে তা বাস্তব জীবনে কাজে লাগাতে পারলে স্বাবলম্বী হওয়া যাবে। সে কারণে তিনি ইমামদের প্রশিক্ষণ নিয়ে বাস্তবজীবনে কাজে লাগানোর আহ্বান জানান।