শ্যামনগর

নুরনগর সরঃ প্রাঃ বিদ্যালয়ে মা সমাবেশ

By daily satkhira

March 29, 2018

পলাশ দেবনাথ নুরনগর : বৃহস্পতিবার শ্যামনগর উপজেলার ১৭নং নুরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ে ১লা এপ্রিল থেকে সকল শিক্ষার্থীদের মিড ডে মিল চালু বাস্তবায়নে মা দের অবহিত করন ও সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানানো হয়। সমাবেশে উপস্থিত সকল মা দের শিশুর মেধা বিকাশে করনিয় বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রত্যেক অভিভাবককে তাদের সোনামনিদের সার্বক্ষনিক খোঁজ খবর নেওয়ার উপর জোর দিয়ে বলেন আপনাদের সন্তান প্রতিদিন স্কুলের উদ্যের্শে বাড়ি থেকে রওনা হচ্ছে কিন্তু স্কুলে আসছে কি না তা আপনারা তদারকি করুন। অত্র বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র রাকিবুলের মা লতিফা আক্তারের সভাপতিত্বে,প্রধান শিক্ষক গ ম জাহাঙ্গীর ফারুকের পরিচালনা ও সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন সহঃ শিক্ষকা সামছুন্নাহার ও মমতাজ পারভীন সহ অত্র বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মায়েরা।