আশাশুনি

আশাশুনিতে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলেন ডা. রুহুল হক এমপি

By daily satkhira

March 29, 2018

মোস্তাফিজুর রহমান : আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছেন সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সাংসদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক। বৃহস্পতিবার সকালে শ্রীউলা ইউনিয়নের নবনির্মিত উত্তর পুইজালা সরকারি প্রাাথমিক

বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টার ভবনের উদ্বোধন করেন অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি। এসময় উত্তর পুইজালা সরকারি প্রাাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টার চত্বরে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশ নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতীতে বাংলাদেশের উন্নয়ন চলছে। কারা এ উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায় আপনারা সবাই সেটা জানেন। এ উন্নয়নকে কোন ভাবেই বাধাগ্রস্থ করতে দেয়া যাবে না। এজন্য দলীয় নেতৃবৃন্দ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে এক হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। আশাশুনির বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আমাদেরকে নৌকার সাথে থাকতে হবে। দেশ নেত্রী শেখ হাসিনা এমনই একজন মানুষ যিনি দেশের সব মানুষের কথা ভাবেন। তিনি আরও বলেন, প্রাকৃতিক দূর্যোগের কথা মাথায় রেখে এলাকায় ৪টি আধুনিক মানের সাইক্লোন শেল্টার নির্মান করা হয়েছে। ভবিষ্যতে আশাশুনিতে আরও সাইক্লোন শেল্টার নির্মান করা হবে। এরপর প্রধান অতিথি সাইক্লোন শেল্টারের সামনের প্রায় ১১ কিলোমিটার কানেকটিং রাস্তার উদ্বোধন করেন এবং রাস্তার কাজ সরেজমিনে পরিদর্শন করবেন। উল্লেখ্য: ইতোমধ্যেই রাস্তাটির ৯ কিলোমিটার কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। পরে শ্রীউলা ইউনিয়নের নবনির্মিত বকচর সরকারি প্রাাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টার, প্রতাপনগরের কোলা সরকারি প্রাাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টার এবং সর্বশেষ নছিমাবাদ সরকারি প্রাাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টার ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি। সাংবাদিক অসীম বরুন চক্রবর্তীর পরিচালনায় উপজেলার ৪টি প্রাাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন শেল্টার ভবনের উদ্বোধন কালে পৃথক পৃথক আলোচনা সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশুলী সামসুজ্জামান, সড়ক ও জনপদ বিষয়ক নির্বাহী প্রকৌশুলী মনজুরুল কবির, সিভিল সার্জন অফিসার তৌহিদুর রহমান, এমপি প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, আ’লীগ নেতা মোল্য্ ারফিকুল ইসলাম, উপজেলা যুব মহিলালীগ সভানেতৃ সীমা সিদ্দিকী, চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আ ব ম মোছাদ্দেক, শাহনেওয়াজ ডালিম, আলমগীর আলম লিটন, দিপংকর সরকার, শেখ মিরাজ আলী, আঃ আলীম মোল্যসহ দলীয় নেতৃবৃন্দ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।