সাতক্ষীরা

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ঝাউডাঙ্গায় দুই ব্যক্তি আটক

By Daily Satkhira

November 12, 2016

নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।  শুক্রবার রাত ৮টায় সাতক্ষীরা রামেরডাঙা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত হলেন সদর উপজেলার তুজলপুর গ্রামের আমজেদ হোসেন (৪০) ও জাহাঙ্গীর হোসেন। এদের মধ্যে আমজেদ হোসেন সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণের মশাল’র ঝাউডাঙ্গা প্রতিনিধি বলে জানা গেছে। স্থানীয়রা জানান, আটককৃত ব্যক্তিদ্বয়সহ কয়েকজন যুবক কিছুদিন যাবত বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে রামেরডাঙ্গা গ্রামের আনিছউদ্দিনের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা নেয়ার সময় গতকাল সন্ধ্যায় জনগণ তাদেরকে আটক করে পুলিশে সোর্পদ করে।

আনিছউদ্দিন জানান, গত কয়েকদিন আগে ৪ জন ব্যক্তি আমার বাড়িতে এসে বলে আমরা সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিনিধি। তখন বিভিন্ন পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেয়। জাহাঙ্গীর হোসেন ও আমজেদ হোসেন আমাকে বলে আপনি যদি ১০ হাজার টাকা দেন তাহলে আপনার বিরুদ্ধে কোন নিউজ করবো না। আর না দিলে পুলিশ এখনি আপনাকে ধরে নিয়ে যাবে। তাছাড়া তারা আমাকে একটি মোবাইল নাম্বার(০১৯২২-৮৭০৩১৩) দিয়ে রাতে কথা বলতে বলে। আমি তাদের সাথে ঐ নাম্বারে কথা বললে আমার কাছে ১০ হাজার টাকা দিতে বলে এবং ৬ মাস পরে আরো ১০ হাজার টাকা দিতে হবে বলে জানিয়ে দেয়। তখন আমি এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে বিষয়টি জানাই। এলাকাবাসী জানায়, বিভিন্ন পত্রিকার নাম ভাঙিয়ে চাঁদা দাবি করে এবং চাঁদার টাকা নেয়ার সময় জনগণ জাহাঙ্গীর ও আমজেদকে হাতে নাতে আটক করি। পরে পুলিশকে বিষয়টি জানায়। এ ঘটনায় রামেরডাঙ্গা ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর গফুর বলেন, তুজলপুর গ্রামের দু’জন সাংবাদিকতার পরিচয় দিয়ে টাকা দাবি করার সময় জনগণ তাদেরকে ধরে পুলিশের কাছে সোর্পদ করে। সদর থানার এএসআই মালেক জানান, পুলিশ সূত্র থেকে জানা যায় সাংবাদিকতার নামে কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি রামেরডাঙ্গার আনিছউদ্দিনের কাছে করেছিল। চাঁদা নেয়ার সময় জনগণ তাদেরকে হাতেনাতে আটক করে। পরে আটককৃত দ’জনকে থানায় নিয়ে আসি। আমরা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। এ রিপোর্ট লেখার সময় আনিছউদ্দিন বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি চাঁদাবাজির মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।