ভিন্ন স্বা‌দের খবর

মানবদেহের নতুন অঙ্গ আবিষ্কার

By Daily Satkhira

March 30, 2018

মানবদেহের রহস্যের যেন শেষ নেই। আর এর মাঝে ইন্টারস্টিটিয়াম (interstitium) নামে নতুন একটি অঙ্গ আবিষ্কার মানবদেহের রহস্যকে যেন আরো বাড়িয়েই দিল!

সম্প্রতি গবেষকরা যে অঙ্গটি আবিষ্কার করেছেন, তার বিষয়টি এতদিন অল্পবিস্তার জানা থাকলেও বিস্তারিত জানা ছিল না। কিন্তু সম্প্রতি বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে ইন্টারস্টিটিয়াম যে আলাদা অঙ্গ, সে বিষয়টি নিশ্চিত হয়েছেন তারা।

মূলত মানুষের ত্বকের নিচেই থাকে সেই ইন্টারস্টিটিয়াম। এছাড়া পেট, ফুসফুস, রক্তনালী ও মাংসপেশিতেও পাওয়া যায় এটি। দেহের জন্য শক্তিশালী ও স্থিতিস্থাপক প্রোটিন নেটওয়ার্ক তৈরিতে এ অঙ্গটি জড়িত।

সম্প্রতি ইন্টারস্টিটিয়াম বিষয়ে গবেষকদের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সায়েন্টিফিক রিপোর্টস-এ।

অতীতে এ অঙ্গটি বিষয়ে অনেক কিছু জানা থাকলেও এটি যে একটি অঙ্গের স্বীকৃতি পাওয়ার উপযোগী, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এর অন্যতম কারণ ছিল এর ভেতরে তরল বোঝাই থাকে, যা মানবদেহের ধাক্কা প্রতিরোধক হিসেবেও কাজ করে। বর্তমানে এটি মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের অন্যতম বলে মনে করছেন গবেষকরা।

এ অঙ্গটির সম্পর্কে বিস্তারিত জ্ঞান পরবর্তীতে ক্যান্সার বিষয়ে গবেষণাকে বেগবান করবে বলেও মনে করছেন গবেষকরা।