সাতক্ষীরা

আব্দুল ওহাব আজাদের ‘আলো যখন অন্ধকারে’ গল্প গ্রন্থের প্রকাশনা

By daily satkhira

March 30, 2018

প্রেস বিজ্ঞপ্তি : মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে বিশিষ্ট কবি, গল্পকার, নাট্যকার আব্দুল ওহাব আজাদের ‘আলো যখন অন্ধকারে’ গল্প গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি আব্দুর রশীদ সুমন। অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি ছিলেন, জেলা সাহিত্য পরিষদের সভাপতি মোঃ শহীদুর রহমান,প্রকাশিত গ্রন্থের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ, কবি ও গল্পকার সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক মোজাম্মেল হোসেন, শেখ মোশফেকুর রহমান মিল্টন, মাসুদা মোবারক, তৃপ্তিমোহন মল্লিক, কবি সোহরাব হোসেন মনু, আবুল হোসেন আজাদ, মোঃ আ: মজিদ, গাজী শাহজাহান সিরাজ, মনিরুজ্জামান ছট্টু, স.ম তুহিন, মনিরুজ্জামান মুন্না, বেদুঈন মোস্তফা,শেখ আজিজুল হক, শাহানা জামান ও ছাবিলা ইয়াসমিন মিতা । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ম. জামান।