সাতক্ষীরা

‘সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়: আমাদের ন্যায্য প্রাপ্য’ শীর্ষক সেমিনার

By daily satkhira

March 30, 2018

সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আয়োজনে শুক্রবার বিকেল ৪টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়: আমাদের ন্যায্য প্রাপ্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কমিটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান (মন্ময় মনির)-এর সভাপতিত্বে আলোচনা করেন প্রধান শিক্ষক উত্তম কুমার দাশ, কলারোয়া উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)-এর সদস্য সচিব মাস্টার প্রদীপ পাল, শিক্ষিকা ও কবি গুলশান আরা, নাট্যজন মোঃ ইউনুছ আলী, সীমান্ত আদর্শ কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ সিদ্দিক, দৈনিক দক্ষিণের মশালের সাংবাদিক মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি কবি শাহানা মহিদ, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক প্রভাষক এম. সুশান্ত, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ভাস্কর সুরেশ পান্ডে, বাস্তবায়ন কমিটির সদস্য কবি তৃপ্তিমোহন মল্লিক, কবি স.ম তুহিন, সব্যসাচী আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্টু, সব্যসাচী আবৃত্তি সংসদের সভাপতি হেনরী সরদার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, প্রাবন্ধিক কবির রায়হান ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা জেলা গণফোরামের সভাপতি মামুনুর রহমান, সিকান্দার একাডেমির সভাপতি মনিরুজ্জামান মুন্না, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমত আরা, লাইব্রেরিয়ান আনিসুর রহমান প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী অনিষা রায়, মিজানুর রহমান ও আব্দুল্লাহ সিদ্দিক। বক্তারা অতিদ্রুত সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবি করেন। সাতক্ষীরা থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হয় এবং সম্পদ উৎপাদিত হয় তাতে করে একটি সম্পুর্ণ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয় সাতক্ষীরাবাসীর ন্যায্য প্রাপ্য। বক্তারা আরো বলেন, সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়ের দাবিটি যৌক্তিক। এই দাবি সাতক্ষীরা জেলার সর্বত্র ছড়িয়ে দিতে হবে এবং চেতনা সৃষ্টি করতে হবে যাতে সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় দ্রুত প্রতিষ্ঠা করা যায়। সেমিনারে প্রায় সকল বক্তাই সাতক্ষীরার শিক্ষা প্রসারে এবং উচ্চ শিক্ষার গুণগত মান উন্নয়নে একটি অসাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয় দাবি করেন। অতিদ্রুত মাননীয় ডিসি মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারো একটি স্মারকলিপি প্রদানের কথাও বক্তারা তুলে ধরেন। শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ সর্বস্তরের জনসাধারণকে সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার যৌক্তিকতা তুলে ধরে উদ্ধুদ্ধ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি