সাতক্ষীরা

সাতক্ষীরায় বিএমআরসি’র ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

By daily satkhira

March 30, 2018

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) কর্তৃক পরিচালিত এডুকেশন হেলথ্ কেয়ার অফ সেকেন্ডারী হাই স্কুল স্টুডেন্টস্ গার্লস প্রকল্পের বিষয়ে গবেষণার তথ্য সংগ্রহের জন্য মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরীদের মায়েদের সাথে ফোকাস গ্রুপ’র মতবিনিময় উপলক্ষ্যে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শহরের রসুলপুর মেহেদীবাগস্থ নব দিগন্ত সংস্থার মিলনায়তনে শুরু হয়েছে। নব দিগন্ত সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ও নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক বজলুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেনেটারী ইন্সপেক্টর রথীন্দ্রনাথ সরকার, প্রশিক্ষণ প্রদান করেন এডুকেশন হেলথ্ কেয়ার অফ সেকেন্ডারী হাই স্কুল স্টুডেন্টস্ গার্লস প্রকল্পের কো-অর্ডিনেটর চিত্ত রঞ্জন সরকার। কর্মশালায় ১০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।