প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের মুক্তি এবং অন্যান্য নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কালিগঞ্জ, শ্যামনগর ও আশাশুনিসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ। ইতোমধ্যে নেতৃবৃন্দ খন্ড খন্ডভাবে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শুক্রবার সকালে মান্নানের মুক্তিসহ অন্যান্য নেতাদের নামে মামলা প্রত্যহারের দাবিতে শ্যামনগর বঙ্গবন্ধু মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেসি কমপ্লেক্স চত্তরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুজিদের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হারুনুর রশিদ,আহসান, কামরুল ইসলাম,নিমাই গাইন,পরেশ কুমার দাশ,আনারুল ইসলাম, শিমুল, ভুরুলিয়া ইউনিয়নের সভাপতি আব্দুর রব সভাপতি, কাশিমাড়ি ইউনিয়নের সভাপতি এস এম রেজাউল প্রমুখ। এদিকে, একইদিন সকালে কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল কালিগঞ্জ বাসটার্মিনাল থেকে শুরু হয়ে চৌরাস্তার মোড়ে শেষ হয় সমাবেশে বক্তব্য রাখেন, সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক,সহ সভাপতি,সম্পাদক ও ভাড়াশিমলা ইউনিয়ন শাখার সভাপতি, আলিম, সাঃসম্পাদক আজগার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আওয়ামী যুবলীগ সাতক্ষীরা জেলা শাখার সুযোগ্য সফল আহবায়ক মোঃ আব্দুল মান্নান ভাই কে অবিলম্বে মুক্তিচাই এবং অনু ও তুহিন ভাই সহ সকল যুবলীগ নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। উক্ত মিথ্যা মামলার সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকার নিরিহ যুবলীগ কর্মীদের বাড়িতে হানা দিচ্ছেন। অথচ তাদের নামে কোন মামলা হয়নি। অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান অন্যথায় সাতক্ষীরার প্রতিটি শাখার নেতা, কর্মিরা ঘরে বসে থাকবেনা।