dav

আশাশুনি

আশাশুনিতে ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট আদায়কালে ভূয়া কাস্টমস অফিসার আটক

By Daily Satkhira

March 31, 2018

মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো : আশাশুনির কুল্যায় ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট আদায় কালে কাস্টম অফিসার পরিচয়ে এক প্রতারক আটক হয়েছে। কুল্যা ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় বাজার ব্যবসায়ীরা কাস্টম অফিসার পরিচয় দানকারি সাতক্ষীরা সদরের বাটকেখালী গ্রামের মৃত: নূরালী গাজীর পুত্র প্রতারক তবিবুর রহমানকে আটক করে আশাশুনি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ইউনিয়নের মহিষাডাংগা বাজারে। সরেজমিন ঘুরে ও প্রতারনার স্বিকার বাজার ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাগেছে, গত বুধবার তবিবুর রহমান তাদের বাজারে এসে নিজেকে জেলা ভ্যাট অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে দোকান প্রতি ৭ হাজার টাকার একটি করে ভ্যাট আদাইয়ের রশিদ দিয়ে বলেন টাকা দিতে ব্যার্থ হলে তাদের নামে মামলা দেওয়া হবে। ঐদিনে প্রায় ৩০ হাজার টাকা নিয়ে যান এবং বলে যান তিনি শুক্রবারে আসবেন বাকি টাকা নিতে। বৃহস্পতিবার ব্যবসায়ীরা খোজ খবর নিয়ে জানতে পারেন উনি কোন ভ্যাট অফিসের কর্মকর্তা নয়। তারপর শুক্রবারে সে আসলেই আমরা সবাই তাকে আটকে রেখে পুলিশে খবর দেই। বাজার কমিটির সভাপতি জানান, প্রতারক তবিবুর রহমান মহিষাডাংগা বাজার ছাড়াও তালা উপজেলার দোলুয়া, নলীনি ও সোনাবাধান বাজারের প্রায় শতাধিক ব্যবসায়ী নিকট হতে প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম জানান, বাজার ব্যবসায়ীরা ঘটনাটি আমাকে জানালে আমি তাদেরকে পুনরায় আসলে আটকে রেখে আমাকে খবর দেয়ার কথা বলি। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ মোস্তাফিজুর রহমান জানান, খবর নিয়ে জানাগেছে, তবিবুর রহমান বরগুনা জেলা কাস্টমস অফিসের কাস্টসম কর্মকর্তার গ্রাইভার । তবে সে ব্যাবসায়ীদের সাথে ভ্যাট কর্মকর্তা পরিচয়ে প্রতারনা করেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো বলে থানা সূত্রে জানাগেছে।