নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘কৃষিপ্রধান বাংলাদেশ বর্তমানে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। কৃষিবান্ধব সরকার কৃষক ও কৃষিখাতের ব্যাপক উন্নয়নে কাজ করে যাচ্ছে।’ রবিবার (১এপ্রিল) দুপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুস্তফা লুৎফুল্লাহ এমপি আরো বলেন- ‘কৃষকদের এখন আর সারের জন্য লড়াই করতে হয় না, জীবন দিতে হয় না। বিগত সরকারের সময় কৃষিখাতের ভর্তুকির টাকার মুখ দেখতো না প্রান্তিক কৃষকরা। আর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন সরকারের সময় কৃষিখাতের ভর্তুকির টাকা সরাসরি কৃষকের ব্যাংক একাউন্টে জমা হয়ে যায়। ফসলি আবাদ বৃদ্ধিতে কৃষক আর কৃষি সংশ্লিষ্ট কর্মকান্ডের গ্রহণযোগ্যতা আজ সকলের কাছে সমাদৃত।’ ‘কৃষিই সমৃদ্ধি’- শীর্ষক স্লোগানে খরিপ-১/২০১৮-১৯ মৌসুমে উফশী ও নেরিকা আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে এ গুলো বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো.নুরুল ইসলাম, কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭’৯০জন প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫কেজি বীজ, ২০কেজি ইউরিয়া, ১০কেজি ডিএপি (ড্যাপ), ১০কেজি এমওপি (পটাশ) বিনামূ্ল্েয বিতরণ করা হয়। এছাড়াও এর মধ্যে উফশী আবাদের ক্ষেত্রে ৩৬০জন কৃষককে জনপ্রতি সেচবাবদ নগদ ৫’শ টাকা এবং নেরিকার ক্ষেত্রে ৪৩০জন কৃষককে জনপ্রতি সেচ বাবদ ৫’শ ও আগাছা দমন বাবদ ৫’শ করে নগদ ১হাজার টাকা প্রদান করা হয়। কলারোয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ওই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং ক্ষুদ্র-প্রন্তিক চাষিরা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার আলহাজ্ব আবুল হাসান।