ফিচার

খালেদার স্বাস্থ্য পরীক্ষায় ঢামেকের বিশেষ বোর্ড গঠন

By Daily Satkhira

April 02, 2018

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজের চার অধ্যাপক নিয়ে বিশেষ বোর্ড গঠন করা হয়েছে। রবিবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা বোর্ড সদস্যরা কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।

প্রফেসররা হলেন- অধ্যাপক মো. শামছুজ্জামান (অর্থোপেডিক্স) মনসুর হাবীব (নিউরোলজি), টিটু মিয়া (মেডিসিন), সোহেলী রহমান (ফিজিক্যাল মেডিসিন)।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আগামীকাল বিস্তারিত জানানো হবে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে খালেদা জিয়াকে ৫ বছর এবং বাকি আসামিদের ১০ বছরের কারাদণ্ড কারাদণ্ড দেন আদালত।রায়ের পর খালেদা জিয়াকে ঢাকার পুরাতন কারাগারে রাখা হয়েছে।

গত ৫মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার অনুমতি পেতে বিএনপিপন্থী ১২ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল নাজিমুদ্দিন রোডের পুরান কারাগারে গেলে অনুমতি মেলেনি।ওইদিন এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের ফোরাম ‘সচেতন চিকিৎসক সমাজ’। একই সাথে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় কারাগারে মেডিকেল টিম পাঠানোর দাবি জানিয়েছে তারা।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি কারেগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করার অনুমতি চেয়েছিল বিএনপিপন্থী চিকিৎসকরা। তারা ওইদিন দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে অনুমতি চাইতে কারাফটকে যান। কিন্তু অনুমতি না পেয়ে বেলা আড়াইটার দিকে তারা কারাফটক ত্যাগ করেন।