শিক্ষা

প্রশ্ন ফাঁস রোধে ব্যবস্থা গ্রহনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

By Daily Satkhira

April 02, 2018

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় ০১ এপ্রিল ২০১৮ রবিবার প্রশ্ন ফাঁসের ফলাফল ও প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশ্ন ফাঁস রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি ও জনমত গঠনের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার পক্ষ থেকে রবিবার সকাল ১১টায় এক মানবন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে প্রশ্ন ফাঁস রোধে সনাক-টিআইবি’র ৯ দফা সুপারিশমালা উপস্থাপন করা হয়। সুপারিশমালাগুলো যথাক্রমে: ‘পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) (সংশোধন) ১৯৯২ এর ৪ ধারা পুনরায় সংশোধন করে শাস্তির মাত্রা পূর্বের ন্যায় সর্বোচ্চ ১০ বছরের কারাদ-ের বিধান প্রণয়ন এবং নির্দিষ্ট ধারা অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা’; ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ এর অস্পষ্টতা দূর করা এবং কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকসহ সংশ্লিষ্টদের বিভিন্ন প্রণোদনাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা; প্রশ্ন ফাঁস রোধ ও সৃজনশীল পদ্ধতির উদ্দেশ্য বাস্তবায়নে গাইড বইয়ের আদলে প্রকাশিত সহায়ক গ্রন্থাবলী বন্ধে প্রচলিত আইনের প্রয়োগ নিশ্চিত করা; তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে তদারকি বাড়ানো ও প্রচলিত আইনের অধীনে শাস্তি নিশ্চিত করা; ধাপ কমিয়ে প্রশ্ন প্রণয়ন, ছাপানো ও বিতরণের কাজটি পরীক্ষামূলকভাবে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা এবং পরবর্তীতে সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা; প্রশ্ন ফাঁস নিয়ে গঠিত তদন্ত প্রতিবেদনসমূহ জনসম্মুখে প্রকাশ এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; শিক্ষা ও পরীক্ষা পদ্ধতি এবং ব্যবস্থাপনাগত যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে পর্যাপ্ত সময় দেওয়া এবং যথাযথ প্রশিক্ষণ প্রদান করা; প্রশ্ন ফাঁস রোধে বহুনির্বাচনী প্রশ্নব্যবস্থা ক্রমান্বয়ে তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা; পাবলিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে প্রশ্নপত্রের একাধিক সেট রাখা।

সনাক শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ বলেন, ‘প্রশ্ন ফাঁসের মাধ্যমে সমগ্র শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়ছে এবং এর ফলে মেধা যাচাই অসম্ভব হয়ে উঠছে। মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সরকারকে এখনই এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে।’

মানবন্ধনে অংশগ্রহণকারী বক্তাগণ বলেন, প্রশ্ন ফাঁস ইস্যুতে একে-অপরকে দোষারোপ করার যে অপসংস্কৃতির দুষ্টু চত্রু চলছে তার অবসান হওয়া চাই। যে ব্যক্তি বা গোষ্ঠীই প্রশ্ন ফাঁসে জড়িত থাকুক না কেন তাকে প্রচলিত আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।ু

সনাক সাতক্ষীরার সহ-সভাপতি মো. তৈয়েব হাসান এর সভাপতিত্বে মানবন্ধনে আরো বক্তব্য প্রদান করেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, সনাক সদস্য ড. দিলারা বেগম, মোমেনা খানম, মো. অলিউর রহমান, নাগরিক কমিটি সাতক্ষীরার আহ্বায়ক মো. আনিছুর রহিম, স্বদেশ নির্বাহী পরিচালক মধাব দত্ত, গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিব পদ গাইন, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক জোৎন্সা দত্ত, বরসার সহকারি পরিচালক নাজমুল আলম মুন্না, ইয়েস সহ-দল নেতা মনিরুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সনাক সহ-সভাপতি ভারতেশ^রী বিশ^াস, সদস্য পবিত্র মোহন দাশ, স্বজন সদস্য সৈয়দা সুলতানা শীলা, সুকদেব কুমার বিশ^াস, মুনিরুজ্জামান মুন্না, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য, প্রথম আলো বন্ধু সভা, হিমু পরিবহনসহ বিভিন্ন সমমনা সংগঠনের প্রতিনিধিগণ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ। উল্লেখ্য, টিআইবির’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির উদ্যোগে ঢাকাসহ আরো ৪৫টি অঞ্চলে একযোগে এ মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে