সাতক্ষীরা

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’র উদ্বোধন

By daily satkhira

April 02, 2018

প্রেস বিজ্ঞপ্তি : কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’র উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ২৭ নং রাজারবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন গুলশান। সাতক্ষীরা পৌরসভার স্বাস্থ্য বিভাগের আয়োজনে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে এ সপ্তাহের উদ্বোধন করেন। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে আগামী ৭ এপ্রিল ২০১৮ তারিখ পর্যন্ত। এছাড়া পৌর এলাকার ৫ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের বিভিন্ন প্রাইমারী স্কুল, কিন্ডার গার্টেন, মাদ্রাসা, হাইস্কুল ও ব্র্যাক স্কুলের প্রায় সাড়ে ৩৫ হাজার শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি মুন্সি ইমাদ উদ্দিন, স্কুলের সহকারী শিক্ষিকা রাশিদা পারভীন, বিলকিস বানু, টিকাদান সুপারভাইজার ইবাদুল ইসলাম, টিকাদানকারী শাহীণ বিশ্বাস, পোর্টার আতিকুল ইসলাম প্রমুখ