কলারোয়া

কলারোয়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ৪ শিক্ষক বহিস্কার

By Daily Satkhira

April 03, 2018

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ৪ জন শিক্ষককে বহিস্কার করা হয়েছে। সোমবার (২এপ্রিল) বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্বপ্রাপ্ত এসব শিক্ষকদের বহিস্কার করেন ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সজল মোল্যা। বহিস্কৃত শিক্ষকরা হলেন- বঙ্গবন্ধু মহিলা কলেজের জীব বিজ্ঞানের প্রভাষক সুফিয়া খাতুন, বেগম খালেদা জিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আমিনুজ্জামান, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক হাবিবুর রহমান ও হাবিবুল ইসলাম হাবিব কলেজের প্রভাষক সাইদুর রহমান। কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান তাদের বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে জানান- ‘ওই চার জন শিক্ষক আগামি পরীক্ষাগুলোতে কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।’ কী কারণে তাদেরকে বহিস্কার করা হয়েছে সেই বিষয়ে তিনি স্পষ্টভাবে কিছ বলেন নি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন জানান- ‘পরীক্ষার হলে ওই ৪ জন শিক্ষকের সামান্য ত্রুটি বিচ্যুতির কারণে তাদেরকে কেবলমাত্র কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে বহিস্কার করা হয়েছে।’