কালিগঞ্জ

কালিগঞ্জে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

By daily satkhira

April 03, 2018

নিজস্ব প্রতিবেদক দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও দু’জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কালিগঞ্জ নতুনহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নিজদেবপুর গ্রামের মফিজউদ্দিন সরদারের ছেলে আব্দুল মান্নান সরদার(৫০) ও একই উপজেলার সোনাতলা গ্রামের আজগার আলী গাজীর ছেলে নুর হোসেন (২৬)। আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের মহব্বত আলী সরদারের মেয়ে ও কাজী আলাউদ্দিন কলেজের প্রথম বর্ষের ছাত্রী মোসলেমা খাতুন ওরফে শান্তা(১৬) ও সোনাতলা গ্রামের যাত্রাদলের মাষ্টার আশকার হোসেনের ছেলে কালিগঞ্জ কলেজের প্রথম বর্ষের ছাত্র তুহিন রেজা সোহাগ(১৮)। কালিগঞ্জ উপজেলার নিজদেবপুর গ্রামের আব্দুল মাজেদ সরদার জানান, তার ভাই আব্দুল মান্নান সরদার মঙ্গলবার সকালে বাড়ি থেকে মোটর সাইকেলে ব্যক্তিগত কাজে সাতক্ষীরায় যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে নতুনহাট মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মান্নানের গাড়িতে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মান্নান ও ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক নুর হোসেন মারা যায়। আহত হয় নূর হোসেনের যাত্রী মোসলেমা ও তুহিন রেজা। কালিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতিয়ার রহমান জানান, দুর্ঘটনার পর তারা খবর পেয়ে নিহত ও আহতদের কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত তুহিন রেজা নিহত নুর হোসেনের চাচাত ভাই। বরেয়া গ্রামের ছাগল ব্যবসায়ি মহব্বত আলী সরদার ও তার স্ত্রী নাজমা খাতুন জানান, তুহিন রেজার সঙ্গে তার মেয়ে মোসলেমার ভালবাসার সম্পর্ক ছিল। তারা দু’জনে বিয়ের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিল মর্মে সকালে তারা জানতে পারেন। কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৈয়বুর রহমান জানান, আহত মোসলেমা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর দত্ত সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও দু’জন আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের পাঠানো হবে বলে জানান তিনি।