কালিগঞ্জ

কালিগঞ্জে কৃষকদের মাঝে সার ও ধানের বীজ বিতরণ

By Daily Satkhira

April 03, 2018

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে খরিপ ১/২০১৮-১৯ মৌসুমে উফশী আউশ ও নোকিয়া আউশের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে প্রানোদানা কর্মসূচি বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান। কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনির সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিএম, শফিউল্লা‘র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহাবুল আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, শেখ আনোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় উফশী আউশ চাষীদের প্রত্যেকে ৫ কেজী আউশ বীজ ধান, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি. ১০ কেজি এমওপি সার ও ৫০০ টাকা সেচ সহায়তা প্রদান করা হয়। এবং নোকিয়া আউশ চাষীদের ৫ কেজি নোকিয়া আউশ বীজ ধান, ২০ কেজি ইউরিয়া ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ৫০০ টাকা সেচ সহায়তা ও ৫০০ টাকা আগাছা দমন সহায়তা দেওয়া হয়।