সাতক্ষীরা

সাতক্ষীরায় হোটেল ও দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

By Daily Satkhira

April 04, 2018

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম ৪ এপ্রিল সকালে সাতক্ষীরা সদরের কদমতলায় বাজার ও সাতক্ষীরা সরকারি কলেজ মোড় পরিদর্শন করেন।

এসময়ে বাজারে বিক্রয় পন্যে বিএসটিআই অনুমোদিতহীন, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বিহীন খাবার, পঁচা ডিম, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মিষ্টির ফ্রিজে কাঁচা মাছ মাংশ রাখা, হাতে গ্লাভস ব্যবহার না করা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নসহ বিবিধ বিষয়ে পরিদর্শন করেন সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এসময়ে কদমতলা বাজারে মেসার্স জুয়েল রানা বেকারী ও সরকারি কলেজ মোড়ের আপ্যায়ন হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ এর ৩৭, ৪৩সহ বিভিন্ন ধারা লংঘনের অপরাধে বিভিন্ন অংকের মোট ৫৫০০ টাকা জরিমানা এবং পঁচা ডিম নষ্ট করা হয়। এসময়ে জনগনকে সচেতন করতে লিফলেট বিতরণ ও বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়।