খেলা

সাতক্ষীরার মেয়ে সাবিনার কাছে হার বৃটিশ ফুটবলারের!

By Daily Satkhira

April 04, 2018

ডেস্ক রিপোর্ট: ইন্ডিয়ান উইমেনস লিগে তামিলনাড়ু সিথু এফসির হয়ে দারুণ করছেন বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাতক্ষীরার মেয়ে সাবিনা খাতুন। প্রথম ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। পরের দুই ম্যাচেই একাদশে। প্রথম একাদশে নেমে তো টানা গোলই পেলেন। সিথুর প্রথম একাদশে সাবিনা নিজের জায়গা করে নিয়েছেন লড়াই করেই। লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন টটেনহামে খেলা খেলোয়াড়কে! ইংলিশ ক্লাবে খেলা সেই ফুটবলার হলেন তানভি হ্যানসন। তিনি অবশ্য ভারতীয়ই। দিল্লির মেয়ে তানভি ২০১১ সালে ইংল্যান্ডে পাড়ি জমান। টটেনহামের জার্সিতে খেলেন ২০১৩ সালে। টানা দুই মৌসুম ‘স্পার’দের নারী দলে খেলার পর নাম লেখান ফুলহামে। এরই মধ্যে ব্রিটিশ নাগরিকত্বও পেয়ে যান। ইন্ডিয়ান উইমেন্স লিগে তানভি খেলছেন বিদেশি খেলোয়াড়ের কোটাতেই। এই লিগের নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচে ১৮ সদস্যের দলে থাকতে পারবেন দুজন আর একাদশে খেলতে পারবেন একজন বিদেশি। প্রথম ম্যাচে হ্যানসনের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন সাবিনা। অল্পক্ষণের সুযোগেই বাজিমাত। কেননা এর পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সাবিনাকে।

সাতক্ষীরার এই ফুটবলার গেল নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে চার ম্যাচে চার গোল করেছিলেন। চার গোলের দুটি করেছিলেন মালদ্বীপের বিপক্ষে। সাবিনার কাছে হার মেনে খেলতে না পারলেও মাঠের বাইরে দুজন খুব দোস্তি। তানভি সাবিনাকে দিয়েছেন বড় সার্টিফিকেট, ‘একজন সতীর্থ হিসেবে সাবিনা খুবই ভালো একজন মেয়ে। মাঠের বাইরে তার সঙ্গে আমার সম্পর্কটা চমৎকার। ওর খেলার প্রশংসা তো করতেই হয়। সে খুবই মেধাবী এবং অভিজ্ঞ। নিচে নেমে এসে ভালো আক্রমণ তৈরি করতে পারে।’