দেবহাটা

দেবহাটায় আউশ মৌসুমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন

By Daily Satkhira

April 04, 2018

দেবহাটা ব্যুরো ॥ দেবহাটায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০১৮-১৯ মৌসুমের প্রনোদনা কর্মসূচীর আওতায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষকদেরকে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিমউদ্দীন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বিঞ্চুপদ বিশ^াস, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাঈল হোসেন, উপজেলা আঃলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের বাছাইকৃত ২শত জন কৃষককে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।