সাতক্ষীরা

সাতক্ষীরায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র উদ্বোধন

By daily satkhira

April 04, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপি কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃমি সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা: তৌহিদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সদর উপজেলা প: প: কর্মকর্তা ডাঃ আবুল হোসেন,সিভিল সার্জন অফিসের এমও সিএস ডা: জয়ন্ত কুমার সরকার, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদিশ চন্দ্র হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সন্দিপ কুমার রায়, স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ রইছ উদ্দিন। জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্ষুদে ডাক্তারদের সহযোগিতায় ৫ থেকে ১৭ বছর বয়সের সকল শিক্ষার্থীদের একটি করে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়। উল্লেখ্য ১ থেকে ৭ এপ্রিল কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ২০১৮ উপলক্ষ্যে জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২৬৮৩টি স্কুলের ৪ লাখ ৮৭ হাজার ৮৪৬জন শিক্ষার্থী ও স্কুল বর্হিভূত শিশু কিশোরদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।