আশাশুনি

আশাশুনিতে পিএসসিতে বৃত্তি পেয়েছে ১২৭ জন

By Daily Satkhira

April 05, 2018

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা’১৭ ফলাফলে উপজেলায় বৃত্তি পেয়েছে ১২৭ জন। যার মধ্যে ট্যালেন্টপুলে ৫৮ জন ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৬৯ জন। উপজেলার ১৬৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রি-ক্যাডেট স্কুল ও অন্যান্য বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা (পিএসসি) অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের নভেম্বর মাসে। মঙ্গলবার ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। ফলাফলে দেখাগেছে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৫৮ জন, যার মধ্যে ছাত্রী ২৯ জন এবং ছাত্রও ২৯জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৬৯ জন। যার মধ্যে ছাত্রী ৩৪ জন এবং ছাত্র ৩৫ জন। বৃত্তিপ্রাপ্ত বিদ্যালয়ের মধ্যে রয়েছে, আশাশুনি মডেল সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ২জন, সাধারণ ৩ জন। আশাশুনি কিন্ডার গার্টেন স্কুলে ট্যালেন্টপুলে ৪ জন ও সাধারণ ১ জন। নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ৪ জন, বাওচাষ সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্ট ৪ জন, শরাফপুর সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ৪ সজন, পূর্ব কামালকাটি সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ৪ জন, বদরতলা সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ২ জন ও সাধারণ গ্রেডে ২ জন, আগরদাড়ি সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ২ জন ও সাধারণ গ্রেডে ২ জন, কচুয়া সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ১ জন ও সাধারণ গ্রেডে ৩ জন, আশাশুনি প্রি-ক্যাডেট স্কুল ট্যালেন্টপুলে ১ জন ও সাধারণ গ্রেডে ১ জন, চম্পাখালী সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ১ জন ও সাধারণ গ্রেডে ১ জন, বুধহাটা সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ২ জন, কুল্যা বেনাডাঙ্গা সররকারি প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ২ জন, উত্তর চাপড়া সররকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ গ্রেডে ২ জন বৃত্তিলাভ করেছে।