কলারোয়া

কলারোয়ায় বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মমতাজ আহম্মেদের স্মরণ সভা

By daily satkhira

November 12, 2016

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সহপাঠি ও ঘনিষ্ট সহচর সাবেক এমএলএ মমতাজ আহম্মেদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুুরে কলারোয়ার এই কৃতি সন্তানের জন্ম ভিটা উপজেলার বোয়ালিয়া গ্রামে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। নিবেদিত এই আ.লীগ নেতার স্মরণ সভায় উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা বেতারের শিল্পী ও ১৯৭১ সালের মুক্তির কন্ঠস্বর সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার। এ সময় শিল্পী আব্দুল জব্বারকে ‘মমতাজ আহম্মেদ স্মৃতি পদক ২০১৬’ প্রদান করা হয়। অনুষ্ঠানে তিনি সাবেক এমএলএ মমতাজ আহম্মেদের বিভিন্ন স্মৃতি চারণ করেন। মরহুমের জ্যেষ্ঠ্যপুত্র বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যক্ষ এমএ ফারুকের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ.লীগের সভাপতি এম মুনসুর আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ নজরুল ইসলাম, দৈনিক কালের চিত্রের সম্পাদক আবু আহম্মেদ, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কলারোয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আবু নসর, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ ও ওসি (তদন্ত) মোঃ আক্তারুজ্জামান, দৈনিক অনির্বাণের নির্বাহী সম্পাদক বুলু আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, আফজাল হোসেন হাবিল, আইনজীবি এ্যাড. আব্দুল্লাহ আল হাবিব প্রমুখ।