খেলা

‘আত্মঘাতী’ রোমা, জয় পেল বার্সা

By Daily Satkhira

April 05, 2018

ঘরের মাঠে রোমার বিপক্ষে বড় ব্যবধানেই জিতেছে বার্সেলোনা। কিন্তু সেখানে মেসি পিকেদের চেয়ে ইতালীয় ক্লাবটির আত্মঘাতী গোলই বেশি ভূমিকা রেখেছে। বার্সা জয় পেয়েছে ৪-১ গোলে। কিন্তু তার মধ্যে বার্সার ২টি গোলই হয়েছে আত্মঘাতী। আর স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন লুইস সুয়ারেস ও জেরার্দ পিকে। ফলে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়লো রোমা।

এদিকে ইউরোপ সেরার প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনাল যেন বার্সেলোনার দুঃস্বপ্ন। নিজেদের শেষ চার কোয়ার্টার-ফাইনালের মধ্যে মাত্র একবার পরের রাউন্ডে যেতে পেরেছে দলটি। এবার ঘরের মাঠে প্রথম লেগে জিতে সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে তারা।

এদিন ৩৮তম মিনিটে আত্মঘাতী গোলে প্রথমে এগিয়ে যায় বার্সা। আন্দ্রেস ইনিয়েস্তা বল বাড়াতে চেয়েছিলেন মেসিকে। ছুটে এসে স্লাইড করেন দানিয়েল দে রস্সি। রোমা অধিনায়কের পায়ে লেগে বল জড়ায় নিজেদের জালে। ৫৬তম মিনিটে আরেকটি আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। রাকিতিচের ক্রসে পা ছোঁয়াতে পারেননি সামুয়েল উমতিতি। কোস্তাস মানোলাসের স্লাইডে পোস্টে লেগে ফিরে বল। এবারও পা ছোঁয়াতে পারেননি উমতিতি। তবে মানোলাসের পায়ে লেগে এবার গোললাইন অতিক্রম করে বল।

খানিক পর মেসির দারুণ ক্রস বিপজ্জনক জায়গায় খুঁজে পায় সুয়ারেসকে। তার শট কোনোমতে ফেরান আলিসন। একেবারে সামনে দাঁড়িয়ে থাকা জেরার্দ পিকে গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি। ৫৯তম মিনিটে স্কোর লাইন হয়ে যায় ৩-০।

মার্ক-আন্ড্রে টের স্টেগেনের ভুলে ৭৮তম মিনিটে গোল খেতে বসেছিল বার্সেলোনা। বল নিয়ে কারিকুরি করতে গিয়ে বাই লাইনের কাছে বল হারান গোলরক্ষক। তবে ডেফরেলের শট ঝাঁপিয়ে কোনোমতে ফেরান টের স্টেগেন।

পরের মিনিটে আর দলকে বাঁচাতে পারেননি বার্সেলোনা গোলরক্ষক। পেরোতির কাছ থেকে বল পেয়ে ব্যবধান কমান এদিন জেকো। চলতি আসরে ঘরের মাঠে মাত্র দ্বিতীয়বারের মতো বার্সেলোনার জালে গেল বল।

৮৭তম মিনিটে রোমার জালে বল পাঠান সুয়ারেস। একটু আগেই মাঠে নামা দেনিস সুয়ারেসের ক্রস অতিথিদের এক খেলোয়াড়ের পায়ে লাগলে পেয়ে যান উরুগুয়ের স্ট্রাইকার। তার বুলেট গতির শট ফেরাতে পারেননি আলিসন। চলতি আসরে এটাই লুইস সুয়ারেসের প্রথম গোল! রোমার মাঠে আগামী মঙ্গলবার হবে শেষ আটের ফিরতি লেগ।