আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যানপুর গ্রামের বিস্মিল্লাহ বেকারী নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার রাত অনুমান ২.৩০টার দিকে আগুনের সুত্রপাত ঘটে। জানাগেছে, কল্যাণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম গাজীর কন্যা আবু মুছা সরদারের স্ত্রী আসমা খাতুন এই বেকারী ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করত। প্রতি দিনের ন্যায় চুলার কাজ সেরে যথা সময়ে বেকারী ঘরটি বন্দ করে রাখে। আকর্শিক ভাবে বুধবার রাতে আগুনের সুত্রপাত হয়ে দাউ-দাউ করে আগুন জ্বলে ঘরটি পুড়তে খাকে। এ সময় পাড়া প্রতিবেশী দেখতে পেয়ে তাদের চিৎকারে লোকজন ছুঁটে এসে আগুন নিভানোর চেষ্টা করলে পার্শ্ববর্তী ঘরগুলি রক্ষা হলেও বেকারী ব্যবসা প্রতিষ্ঠানটির লক্ষ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ভোর না হতেই পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুড়ে যাওয়া বেকারী ঘরটি এক নজর দেখার জন্য ভিড় জমায়।