নিজস্ব প্রতিনিধি : পহেলা বৈশাখ বাংলা নববর্ষ- ১৪২৫ উদযপান ও মুজিব নগর দিবস পালন উপলক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে পৃথক ওই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় আগামি ১৪ এপ্রিল বাংলা নববর্ষ- ১৪২৫এর পহেলা বৈশাখ উদযাপন এবং ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন সভাপতিত্ব করেন। সেসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, কলারোয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, বঙ্গবন্ধু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শীলা রানী হালদার, প্রাণি সম্পদ অফিসার ডা.এএসএম আতিকুজ্জামান, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।