ফিচার

৭০ বছরের মধ্যে সোমবার সবচেয়ে নিকটে আসছে চাঁদ

By Daily Satkhira

November 13, 2016

ডেস্ক: আগামী ১৪ নভেম্বর, সোমবার পৃথিবীর সবচেয়ে নিকটে আসছে চাঁদ। বিগত ৭০ বছরে চাঁদ এত কাছে আর আসেনি। শেষবার পৃথিবীর এত কাছে এসেছিল ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি।

জানা গিয়েছে, ওইদিন পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে চাঁদের কেন্দ্রবিন্দুর দূরত্ব দাঁড়াবে ২ লক্ষ ২১ হাজার ৫২৪ মাইল অর্থাত্‍ ৩ লক্ষ ৫৬ হাজার ৫০৮ কিলোমিটার। পৃথিবীর প্রায় ৮৫ মাইল কাছে চলে আসছে। যাকে বলা হচ্ছে ‘সুপারমুন’। অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় চাঁদকে আকারে ১৪% বড় দেখাবে।

১৯৪৮ সালের ২৬ জানুয়ারির পর যেহেতু এত কাছে চাঁদ আসেনি, তাই মিডিয়া তো বটেই এই সুপারমুনকে ঘিরে সাধারণের মধ্যেও তুমুল আগ্রহ তৈরি হয়েছে।

এবার যদি আপনি কোনও ভাবে মিস করেন ধৈর্য ধরে আরও ১৮ বছর অপেক্ষা করতে হবে। কারণ, ২০১৬-র পর আবার ২০৩৪-এর নভেম্বর পৃথিবীর এত কাছাকাছি আসবে চাঁদ।

সূত্র: ডেইলি মেইল