জাতীয়

এপ্রিলের আবহাওয়া পূর্বাভাসে তাপদাহ বন্যা ঘূর্ণিঝড়, সবই আছে

By Daily Satkhira

April 06, 2018

বসন্ত শেষে এ মাসেই প্রকৃতিতে আসছে গ্রীষ্ম; আর এ মাসেই বাংলাদেশকে তাপদাহ, আকস্মিক বন্যা আর ঘূর্ণিঝড়ের মোকাবেল করতে হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এপ্রিল মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এ মাসে এক থেকে দুটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি পেতে পারে ঘূর্ণিঝড়ের রূপ।

দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩ দিন মাঝারি বা তীব্র কালবৈশেখী এবং দেশের অন্যত্র ৪-৫ দিন হালকা থেকে মাঝারি বজ্রঝড় হতে পারে।

দেশের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের পাশাপাশি মাসের শেষ দিকে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ওমর ফারুক শুক্রবার বলেন, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে এ মাসে। কিন্তু তার ফাঁকেই বয়ে যেতে পারে তাপপ্রবাহ।

এপ্রিলে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং অন্যত্র এক থেকে দুটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এপ্রিলের শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চলে পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে বলে ওমর ফারুক জানান।