সাতক্ষীরা

সাতক্ষীরা শহরে ১৯৭১ এর বধ্যভূমি সংরক্ষণের দাবিতে সাইন বোর্ড স্থাপন

By Daily Satkhira

April 08, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের আমতলা বধ্যভূমি সংরক্ষণের দাবিতে সাইন বোর্ড স্থাপন করা হয়েছে। শনিবার বিকালে শহরের সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্যভূমির সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও নাগরিক আন্দোলন মঞ্চ এই সাইন বোর্ড স্থাপন করেছে। এসময় উপস্থিত ছিলেন বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাস সরকার, জাসদের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, প্রখ্যাত মুক্তিযোদ্ধা অপারেশন জ্যাকপটের নায়ক ইমাম বারি, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আহবায়ক এড. ফাইমুল হক কিসলু, সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ পিপি এড. ওসমান গণি, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলি, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভিন সেঁজুতি, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সদস্য সচিব আলি নুর খান বাবলু, জাসদ নেতা প্রফেসর ইদ্রিস আলি, আমির হোসেন খান চৌধুরী, রিয়াজুল ইসলাম, নাসির হোসেন, দিবা, সাথী, সুলতানা, প্রভাস প্রমুখ।

উল্লেখ্য, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্যভূমিটি স্বাধীনতার ৪৭ বছরেও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। এটি দিন দিন দখল হয়ে যাচ্ছে। এতে সাতক্ষীরাবাসী উদ্বিগ্ন। উপস্থিত সকলে অবিলম্বে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্যভূমিটিসহ জেলার সকল বধ্যভূমি সংরক্ষণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।