খেলা

রাজকোট টেস্টে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা

By Daily Satkhira

November 13, 2016

ডেস্ক: রাজকোট টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে অ্যালেস্টার কুক ও হাসিব হামিদের শতরানের উদ্বোধনী জুটিতে ভালো অবস্থানে রয়েছে ইংল্যান্ড।

শনিবার চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ১১৪ রান। কুক ৪৬ ও হামিদ ৬২ রানে অপরাজিত অাছেন।

প্রথম ইনিংসে ৪৯ রানের লিড পাওয়া ইংল্যান্ড দিন শেষে এগিয়ে আছে ১৬৩ রানে। হাতে আছে ১০ উইকেট।

তবে আগামীকাল শেষ দিন হওয়ায় স্বস্তিতে থাকতে পারে ভারত। সিরিজের প্রথম টেস্টে তাই ড্র হওয়ার সম্ভাবনাই বেশি।  যদিও কিছুটা হলেও জয়ের সম্ভাবনা আছে ইংল্যান্ডের। পঞ্চম দিনে খুব দ্রুতই রান তুলে ইনিংস ঘোষণা করে ভারতকে লক্ষ্য তাড়ায় নামানোর পরিকল্পনাও নিশ্চয় নিয়ে রেখেছে ইংলিশরা।

দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই দেখেশুনে খেলেন কুক। অন্য দিকে শুরুতে আক্রমণাত্মক ছিলেন হামিদ।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সাবধানী হয়ে হয়ে উঠেন হামিদ। অভিষেক টেস্টে অর্ধশতক পাওয়া ডানহাতি ব্যাটসম্যানের ইনিংসটি সাজানো ১১৬ বলে।

এর আগে ৪ উইকেটে ৩১৯ রান নিয়ে দিনের খেলা শুরু করা বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানের দ্রুত বিদায়ে চাপে পড়ে স্বাগতিকরা।

জাফর আনসারির শর্ট বলে বোল্ড হন রাহানে। এরপর রশিদের বল পিছিয়ে খেলতে গিয়ে হিট উইকেট হন কোহলি।

এরপর অশ্বিনের অর্ধশতকে ইনিংসের ব্যবধান ৪৯ রানে নামিয়ে আনে স্বাগতিকরা।

সপ্তম উইকেটে ঋদ্ধিমান সাহার সঙ্গে ৬৪ রানের কার্যকর এক জুটি গড়েন অশ্বিন। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৫৩৭ রান। আর ভারত তাদের প্রথম ইনিংসে করেছে ৪৮৮ রান।