নিজস্ব প্রতিনিধি : আইন ও আদালতের নির্দেশ কে তোয়াক্কা না করে রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। রবিবার ভোর ৫টার দিকে লাবসা এলাকায় এঘটনা ঘটে। ভুক্তভোগী সম্পত্তির মালিক ফিংড়ী ইউনিয়নের শিমুল বাড়িয়া গ্রামের মৃত. শেখ মোকছেদ আলীর ছেলে শেখ মোশাররফ হোসেন জানান, বিগত ২০০০ সালে লাবসা মৌজায় এস এ খতিয়ান নং- ১৯১, এসএ দাগ- ৬২৪ ও ৬২৫ দাগে ৯ শতক সম্পত্তি একই এলাকার জহির উদ্দীনের ছেলে মোঃ আবুল কালামের কাছ থেকে ক্রয় করি। উক্ত আবুল কালাম বিগত ১৯৯৩ সালে ৩২৩ ও ৩১৭ নং কোবলা দলিলে লাবসা এলাকার ওয়ারেশ সূত্রে মালিক মোকসেদ আলীর ছেলে আরশাদ আলী ও মোহাম্মাদ আলীর কাছ থেকে ক্রয় করেন। তিনি আরো বলেন, উক্ত সম্পতিতে টিউবওয়েল স্থাপন এবং সীমানা প্রাচীর নির্মাণ করে দীর্ঘদিন ভোগদখলে আছি। আমার নামে ১৭ বছরের চেক দাখিলা, মিউটেশন, ৩০ ধারার রায় ও বতর্মান প্রিন্ট পর্চা সহ সকল কাগজপত্র আমার পক্ষে রয়েছে। এদিকে গত ২০১৭ সালে লাবসা এলাকার মোকসেদ আলীর ছেলে আরশাদ আলী ও মোহাম্মাদ আলী উক্ত সম্পত্তি দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। অপরদিকে আরশাদ আলী বাদী হয়ে সাতক্ষীরা আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং- ১৭/০৪/১৭ উক্ত মামলায় আদালত উক্ত সম্পত্তির দখল বিষয়ে তদন্ত রিপোর্ট আমার পক্ষে যায়। এঘটনায় উক্ত ব্যক্তিরা মোশাররফ হোসেনের রের্কডীয় সম্পত্তি জোরপূর্বক দখলের পায়তারা শুরু করেছে। মোশাররফ হোসেন আশংকা করছেন যে কোন মুহুর্তে তারা জোরপূর্বক উক্ত সম্পত্তিতে প্রবেশ করে আইন ও আদালতের তোয়াক্কা না করে উক্ত সম্পত্তি দখল করে নিতে পারে। উক্ত ব্যক্তিরা যাতে অবৈধভাবে মোশাররফ হোসেনের রেকর্ডীয় সম্পত্তি দখল করে নিতে না পারে সে বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।