পলাশ দেবনাথ, নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরের দুই অবুঝ শিশু ফিরে পেতে চায় তাদের মাকে। ঘটনার সূত্রে জানা যায় শিশু দুটিকে রেখে তাদের মা দির্ঘদিন পিত্রালয় থেকে না ফেরায় দিশাহীন হয়ে পড়েছে শিশু আবু তালহা ও আয়েশা সহ তাদের পিতা পল্লি চিকিৎসক মোঃ আইয়ুব হোসেন। এই প্রতিবেদককে পল্লি চিকিৎসক মোঃ আইয়ুব হোসেন জানান মোছাঃ শাহানারা বেগম পিতাঃ মোঃ আমানত সরদার রামজীবনপুর,নুরনগর,শ্যামনগর, সাতক্ষীরা বর্তমান ঠিকানা যশোরস্থ বেজ পাড়া তালতলা এর সাথে শ্যামনগর উপজেলার নুরনগরের রামচন্দ্রপুর গ্রামের মৃত আঃ বারী ঢালীর ছেলে আইয়ুব হোসেন ২০০৫সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর পর তাদের সংসারে একে একে তিনটি সন্তান জন্ম গ্রহন করে। বড় মেয়ে আজমিরা (১১),ছেলে আবু তালহা (৭) ও মেয়ে আয়শা (৫)। দীর্ঘ ১২/১৩ বছর সংসার করা কালীন কয়েক বার পারিবারিক কলহের জের ধরে সে বাবার বর্তমান বাড়ী বেজ পাড়ায় চলে গিয়েছিল। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাকে ফিরিয়ে এনে এক পর্যায় ভালই চলছিল তাদের সংসার। গত তিন মাস আগে হঠাৎ স্বামী সংসার ও সন্তানদের ফেলে রেখে আবারও চলে যায় বাবার বাড়ী যশোরে। এদিকে আইয়ুব হোসেন তিন সন্তানকে নিয়ে বিপাকে পড়েন এবং বিভিন্ন ভাবে তার শশুর সহ স্ত্রীর সাথে যোগাযোগ করতে চাইলে তার স্ত্রী সাফ জানিয়ে দেয় সে আর ফিরে আসবে না। এর মধ্যে মাস খানেক আগে বড় মেয়েকে ফুসলিয়ে যশোরে নিয়ে রেখেছে বলে জানান তিনি। অবুঝ শিশু দুটি পিতার কাছে আছে এবং প্রতিনিয়ত মায়ের ফিরে আসার পথচেয়ে বসে থাকে। পল্লি চিকিৎসক মোঃ আইয়ুব হোসেন সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন আমি একজন ধর্মভিরু মানুষ আমার স্ত্রীকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলতাম, ইসলামিক শরিয়াহ মোতাবেক পর্দা করে চলতে বলতাম সে আমার কথা না মানায় আমাদের সাংসারিক জীবনে কলহ হত। তিনি আরও বলেন সমাজে নারী নির্যাতনের ঘটনা শোনা যায় কিন্তু অনেক সময় পুরুষ নির্যাতন হলেও কথা বলার কেহ থাকেনা। এমতাবস্থায় সন্তানরা তাদের মাকে ফিরে পেতে চায়।