কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান করা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠপেটা করে ও কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের তুলে দিয়েছে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ রবিবার সন্ধ্যা ৭টায় পুলিশ কাঁদুনে গ্যাস ছোড়া শুরু করে। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে শুরু করে লাঠিপেটা। পুলিশের হামলার মুখে কয়েক মিনিটের মধ্যে শাহবাগ মোড় থেকে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা।
পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ঢুকে পড়ে চারুকলার সামনে অবস্থান নিয়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে আন্দোলনকারীরা।