প্রেস বিজ্ঞপ্তি: সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি, সাবেক এমপি ফজলুল হক, এড. এস এম হায়দার, অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, আলহাজ্ব ফিরোজ আহমেদ, এড. ওসমান গণি, এস এম শওকত হোসেন, ফিরোজ আহমেদ স্বপন, আমিনুল ইসলাম লাল্টু, শাহাজান আলী, আতাউল হক দোলন, শাহাদৎ হোসেন, মনোয়ারা ফারুক, কোহিনুর ইসলাম, মমতাজুন নাহার ও ডা: মুনসুর আহমেদ প্রমুখ। সভায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ৮টি উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ জেলা পরিষদের সদস্যগণ, দলীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণ এবং জেলার অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকগণের সমন্বয়ে প্রায় ২ হাজার ৬শত জন প্রতিনিধিদের উপস্থিতিতে আগামী ১৬ এপ্রিল ২০১৮ সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন। সভায় অপর এক প্রস্তাবে পৌর আওয়ামীলীগের গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনাসভায় যে সমস্ত ব্যক্তি মঞ্চে হামলা চালিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও যুবলীগের নেতৃবৃন্দকে আহত করে মঞ্চ ভাংচুর করেছে তাদের বিষয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ।