জাতীয়

রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

By Daily Satkhira

April 09, 2018

কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ ও সরকারি চাকরিতে কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ক্লাস বর্জন করে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল ১১টায় সড়ক অবরোধ করে মডার্ন মোড়ে অবস্থান নেন তারা। আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও কারমাইকেল কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

অবরোধে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ৭টি জেলার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া বেরোবির বিভিন্ন একাডেমিক ভবনের প্রবেশপথে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নেন। এতে কোনো বিভাগেই ক্লাস অনুষ্ঠিত হয়নি।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দলে দলে মিছিলে যোগ দিতে দেখা যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, আন্দোলনের অংশ হিসেবে ক্লাস বর্জন করা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

গত ১৯ ফেব্রুয়ারি থেকে কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।